14 C
আবহাওয়া
৯:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » সিলেটে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল মা-ছেলের

সিলেটে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল মা-ছেলের

সিলেটে প্রাইভেটকার চাপায় মা-ছেলে নিহত

বিএনএ,সিলেট :সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল  মা ও ছেলের। রোববার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৯-০৫৫) উপজেলার ইলাশপুর নামক স্থানে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ