20 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ক্রিস্টিয়ানো রোনালদোর উদারতা

ক্রিস্টিয়ানো রোনালদোর উদারতা

Pestana CR7 Maraccas

বিশ্বডেস্ক: সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো।  মৃতের সংখ্যা দুই সহস্রাধিক। ক্ষতিগ্রস্ত কয়েক লাখ মানুষ রাস্তার পাশে ফুটপাতে, মাঠের তাঁবুতে। ঠাঁই হারানো মানুষের সংখ্যাও কম নয়। স্বাভাবিকভাবেই পুরো বিশ্ব তাদের প্রতি সহানুভূতিশীল। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর উদারতা যেন ছাপিয়ে গেলেন সবাইকে। ক্ষতিগ্রস্ত মানুষগুলোর প্রতি শুধু সহানুভূতি প্রকাশ করেই বসে নেই, তাদের সাহায্যার্থে হাত বাড়ালেন তিনি। মরক্কোয় তার মালিকানাধীন হোটেলের দরজা খুলে দিয়ে গৃহহীনদের আশ্রয় দিলেন।বিলাসবহুল হোটেলটিতে রয়েছে ১৭৪টি কক্ষ।

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

মরক্কোয় রোনালদোর মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ(Pestana CR7 Marrakech)।

বিশ্বব্যাপী সব মিলিয়ে এই হোটেলের পাঁচটি শাখা রয়েছে, যার একটি অবস্থিত মরক্কোর মারাক্কেশ শহরে।

পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ
পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ

পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ হোটেলটি শহরের এম অ্যাভিনিউ এলাকায় অবস্থিত, যেখানে সব মিলিয়ে কক্ষের সংখ্যা ১৭৪টি। এই কক্ষগুলো এখন বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং ব্যবহার করা হচ্ছে ভূমিকম্পে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র হিসেবে।

বিএনএনিউজ২৪,জিএন/ হাসনাহেনা 

Loading


শিরোনাম বিএনএ