18 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রিজার্ভ ডে’তে গড়ালো ভারত-পাকিস্তান ম্যাচ

রিজার্ভ ডে’তে গড়ালো ভারত-পাকিস্তান ম্যাচ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তানের ম্যাচ গড়ালো রিজার্ভ ডে’তে। বৃষ্টির কারণে ২৪ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি রোববার। সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচের বাকি অংশ অনুষ্ঠিত হবে।

শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের ৯ম ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

বৃষ্টির আগে ২৪.১ ওভারে ২ ওপেনারের উইকেট হারিয়ে ১৪৭ রান করে ভারত। ২৮ বলে ১৭ আর ১৬ বলে ৮ রানে অপরাজিত আছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

রিজার্ভ ডে’তে ম্যাচ যাওয়ায় কাটা হচ্ছে না কোনো ওভার। অর্থাৎ নতুন করে বৃষ্টি না হলে ভারত ২৫.৫ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে। এরপর বৃষ্টি না হলে পাকিস্তানও রান তাড়া করার জন্য পূর্ণ ৫০ ওভার হাতে পাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ