বিএনএ ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপে টানা চার জয় নিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা, অন্যদিকে রোমাঞ্চকর সব আখ্যানের জন্ম দিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান।বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
ফাইনালের আগে সুপার ফোরের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল দুই ফাইনালিস্ট পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ফাইনালের একদিন আগে এই ম্যাচে হেরেছে বাবর আজমের দল। ৩ ওভার হাতে রেখেই লঙ্কানরা ৫ উইকেটে হারিয়েছে তাদের। ফাইনালের ঠিক আগে এই হার পাকিস্তানের আত্মবিশ্বাসকে নড়বড়ে করেছে।
এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলবে পাকিস্তান- এটা অনেকেরই ধারণা ছিল; কিন্তু শ্রীলঙ্কা যে তাদের সঙ্গী হবে, কদিন আগে বললে কেউই সেই বাজি ধরতে রাজি হতেন না।
দলটির সাম্প্রতিক পারফরম্যান্স যে একেবারেই ভালো ছিল না। কিন্তু এশিয়া কাপে এসে ভোজবাজির মত সব উল্টে গেলো। ভারতের মত শক্তিশালী দলকে ছিটকে দিয়ে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলছে শ্রীলঙ্কাই।
দেখা যাক, শেষ পর্যন্ত দুই পরাশক্তির লড়াইয়ে কে হাসে শেষ হাসি।
বিএনএ/ ওজি