21 C
আবহাওয়া
১১:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আরও ৬ মাস বাড়ছে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ

আরও ৬ মাস বাড়ছে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ

আরও ৬ মাস বাড়ছে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ

বিএনএ ঢাকা: বিএনপি চেয়ারপার্সন  খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে আরও ৬ মাস বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের বাইরে থাকায় সেটি চূড়ান্ত হতে সময় লাগছে। সবশেষ প্রধানমন্ত্রীর দফতরও তা চূড়ান্ত করেছে।

গত সপ্তাহে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার। পরে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে মতামত চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়।

গত মার্চে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় মেয়াদে বাড়ানো হয়। যা ১৫ সেপ্টেম্বর শেষ হবে।

ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা-১ এ খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে তাকে দেশের ভেতরে বিশেষায়িত চিকিৎসা নেয়ার শর্তে মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, জিয়া অরফানেজ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি নেত্রী। পরে জিয়া চ্যারিটেবল মামলায়ও দণ্ডপ্রাপ্ত হন তিনি। এ দুই মামলায় মোট ১৭ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে দু’বছরেরও বেশি কারাগারে ছিলেন খালেদা জিয়া।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ