19 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » উত্তেজনাপূর্ন ম্যাচে লেভারকুজেনকে হারাল ডটমুন্ড

উত্তেজনাপূর্ন ম্যাচে লেভারকুজেনকে হারাল ডটমুন্ড

উত্তেজনাপূর্ন ম্যাচে লেভারকুজেনকে হারাল ডটমুন্ড

বিএনএ,স্পোর্টসডেস্ক : বুন্দেসলিগায় হারকে জয়ে পরিণত করেছে বরুশিয়া ডটমুন্ড । শনিবার (১১ সেপ্টেম্বর) লেভারকুজেনের ঘরের মাঠ বে এরিনাতে লেভারকুজেনকে ৪-৩ গোলে হারিয়েছে ডটমুন্ড।

ম্যাচের শুরুর ৯ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজ গোল করে এগিয়ে নেন লেভারকুজেনকে। ৩৭ তম মিনিটে এরলিং হাল্যান্ড গোল করলে সমতায় ফিরে ডটমুন্ড। গোল হজম করে বেশি সময় নেয়নি জেরার্ডো সিওয়েনের শির্ষরা । প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে প্যাট্রিক শিক গোল করে ২-১ এর লিড পায় স্বাগতিকরা।
লেভারকুজেন

বিরতির শুরুর পরেই ডটমুন্ডকে ২-২ গোলে সমতায় ফিরায় জুলিয়ান। এর ৬ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় লেভারকুজেন। মুসা দিয়াবির গোলটি  করেন।

এরপর ৭১ তম মিনিটে রাফায়েল গেরেরিও গোলে সমতায় ফেরার পর ৭৭ তম মিনিটে স্পট কিক থেকে হাল্যান্ড তার দ্বিতীয় গোল করলে ৪-৩ এগিয়ে যায় সফরকারিরা। ম্যাচের বাকী সময়ে চেষ্টা করলেও হার এড়াতে পারেনি জেরার্ডো সিওয়েনের শির্ষরা ।

৪ খেলায় ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডটমুন্ড । সমান খেলায় ২ জয় ,১ হার ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম লেভারকুজেন।

আজ রাত বাংলাদেশ সময় ১০.৩০ মিনিটের সময় রেড বুল এরিনাতে লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ