বিএনএ, ফেনীঃ বর্ষিয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বি.কম এর মৃত্যুতে শূন্য হওয়া ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শুসেন চন্দ্র শীল। তিনি সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক।
শনিবার(১১সেপ্টেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনীত করা হয়। ফেনী সদর উপজেলা পরিষদ এর আগামী ৭ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর তার পক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন জেলা যুবলীগ-ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
৭ সেপ্টেম্বর তৃণমূলের ভোটাভুটিতে সর্বাধিক ভোট পাওয়ায় ফেনী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডে সুপারিশ করা হয়।
বিএনএ বাংলা খবর, এবিএম নিজাম উদ্দিন,জিএন