20 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বকাপ বয়কটের হুমকি উয়েফা সভাপতির

বিশ্বকাপ বয়কটের হুমকি উয়েফা সভাপতির

বিশ্বকাপ বয়কটের হুমকি উয়েফা সভাপতির

বিএনএ ক্রীড়া ডেস্ক: ফুটবল বিশ্বকাপ দুই বছর পরপর আয়োজন করা যায় কিনা, এ নিয়ে বেশ জোর দিয়েই ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে এমনটা হলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন। দুই বছর পরপর ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত চুড়ান্ত করলে ইউরোপের দেশগুলো বিশ্বকাপ বয়কট করবে বলে জানান তিনি।

ইংল্যান্ডের এক শীর্ষ দৈনিক দ্য টাইমসকে দেয়া সাক্ষাৎকারে উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন বলেন, এমন কিছু হলে তারা বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন। দক্ষিণ আমেরিকার দলগুলোও এ ব্যাপারে তাদের সঙ্গে একমত হবে বলে আশা প্রকাশ করেন উয়েফা সভাপতি।

কেবল উয়েফার প্রেসিডেন্টই নয়, দুই বছর পর বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে ভোট দিয়েছেন বিশ্ব অ্যাথলেটিকস সভাপতি সেবাস্তিয়ান কো। অলিম্পিকের মতো আয়োজন এতে বাধাগ্রস্ত হবে বলে ধারণা করছেন তিনি।

আন্তর্জাতিক ম্যাচের বার্ষিক সূচি নতুন করে সাজানোর অংশ হিসেবে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের চিন্তা করছে ফিফা। সম্প্রতি গণমাধ্যমে ফিফার ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন চার বছরের পরিবর্তে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের চিন্তা করা হচ্ছে।

তিনি বলেন, ২০২৮ সাল থেকেই দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করা সম্ভব। দুই বছর পর পর বিশ্বকাপ হলেও খেলোয়াড়দের ওপর চাপ পরবে না। তারা সাধারণভাবে যে কটি ম্যাচ খেলে থাকেন সে কয়টি ম্যাচই খেলবেন বলে জানান আর্সেন ওয়েঙ্গার।

উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝিতে সৌদি আরব প্রথমে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব তুলেছিল, যেটি ফুটবলে অনুন্নত দেশগুলোর কাছে বেশ জনপ্রিয়তাও পায়।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ