বিএনএ ঢাকা: অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে চীন থেকে বানিজ্যকভাবে কেনা সিনোফার্মের ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ করোনার টিকা। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। গতকাল টিকা বহনকারী ফ্লাইটটি চীন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। চীন থেকে আসা টিকার এটি ষষ্ঠ চালান।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. ছামসুল হক জানিয়েছেন, আগামি সপ্তাহে আরও টিকা আসবে। বেক্সিমকো থেকে দ্রুতই এসব টিকা দেশের সব প্রান্তে পাঠিয়ে দেয়া হবে বলে জানান তিনি।
ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সবসময় নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে থাকবে। আমাদের বাংলাদেশি বন্ধুদের যখন যা প্রয়োজন হবে চীন তাই সরবরাহ করবে।
এর আগে দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন।
১৯ মে চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয় সরকার। এরপর ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে। দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই মাসে আসে ৩০ লাখ টিকা।
এরআগে গত ১০ আগস্ট প্রথম বারের মতো চীন থেকে কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০ হাজার টিকা ঢাকায় এসে পৌঁছে। আর সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।
বিএনএনিউজ/আরকেসি