26 C
আবহাওয়া
১:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » কুবি রেজিস্ট্রারসহ চারজনকে পদত্যাগের আল্টিমেটাম

কুবি রেজিস্ট্রারসহ চারজনকে পদত্যাগের আল্টিমেটাম


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে।

রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের নীচ তলায় তারা এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে অন্যতম আবু রায়হান চার জনের পদত্যাগের দাবি তুলে ধরেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মইনকে ‘পলাতক ভিসি’ হিসেবে আখ্যায়িত করেন।

স্বৈরশাসক হিসেবে পরিচিত পাওয়া শেখ হাসিনার পছন্দের কোন ব্যক্তিকে যেমন আন্দোলনকারীরা পদে দেখতে চায় না তেমনি শেখ হাসিনার পছন্দের লোক যখন শেষ মুহূর্তে কাউকে নিয়োগ দিয়ে যায় সেটাও তারা দেখতে চায় না বলে জানান সংবাদ সম্মেলনে। তাই তারা রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের পদত্যাগ চায়।

এছাড়া সারা বাংলাদেশ জুড়ে চলা ৩৬ দিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় তাদেরও পদত্যাগ চেয়েছেন শিক্ষক সমিতি থেকে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন শিক্ষকদের হুমকি ও মারধরের সাথে জড়িত থাকায় তাকেও অফিসার্স এসোসিয়েশনের পদ থেকে পদত্যাগ করতে বলেন।

সংবাদ সম্মেলনে আবু রায়হান বলেন, ‘ আমরা উল্লেখিত চার জনের পদত্যাগ চাই আগামী ২৪ ঘন্টার মধ্যে। তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।’

বিএনএ, আদনান, ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ