16 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় আইনশৃঙ্খলা-নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী

আনোয়ারায় আইনশৃঙ্খলা-নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী

আনোয়ারায় আইনশৃঙ্খলা-নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী

বিএনএ, চট্টগ্রাম: সরকার পতনের পর সারাদেশের মত আনোয়ারায়ও কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনা রোধ, আইনশৃঙ্খলা ও মানুষের জানমাল রক্ষায় কাজ করছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এসব কার্যক্রমের মধ্যে উপজেলায় লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন বলে জানিয়েছেন তারা। সাথে সাথে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করছেন। এছাড়াও প্রত্যেক এলাকার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট এলাকার সার্বিক বিষয়ে প্রতিনিয়ত খোঁজখবরও নিচ্ছেন এবং সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা।”

দেখা যায়, প্রথম দিন থেকে শনিবার (১০ আগষ্ট) ও উপজেলার বিভিন্ন এলাকায় টহল এবং থানার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। থানার পুলিশের প্রাথমিক সেবাও শুরু হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ।

জানা যায়, “প্রথম থেকে আনোয়ারা থানার নিরাপত্তায় আছেন সেনাবাহিনী, যার ফলপ্রসূত আনোয়ারা থানা এখনো আপন অবস্থায় অক্ষত রয়েছে।” দেশের বিভিন্ন থানায় পুলিশরা দায়িত্বে ফিরছেন, খুব শীঘ্রই আনোয়ারা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এদিকে সরকার পতনের পর বন্ধ হয়ে যাওয়া আনোয়ারা থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, আজ থেকে আমাদের অনলাইন কাজ শুরু হয়েছে। কাল থেকে মোটামুটি সব স্বাভাবিক হবে। এখানে থানার নিরাপত্তায় সেনাবাহিনী রয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ