27 C
আবহাওয়া
১:১৫ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ায় সেনা প্রবেশের কথা স্বীকার করলেন জেলেনস্কি

রাশিয়ায় সেনা প্রবেশের কথা স্বীকার করলেন জেলেনস্কি

জেলেনস্কি

বিশ্ব ডেস্ক: রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় সেনা প্রবেশের কথা স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১০ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা স্বীকার করে নেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ৭৬ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়েছে রাশিয়া। চলতি সপ্তাহে অঞ্চলটিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর অনুপ্রবেশের পর এ পদক্ষেপ নিল দেশটি।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার কুরস্ক অঞ্চলের ২০ কিলোমিটার অভ্যান্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। সেখানে বর্তমানে হাজার হাজার ইউক্রেনীয় সেনার বিরুদ্ধে তীব্র যুদ্ধ করছে রুশ সেনারা।

গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন। আড়াই বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে ঢুকে ইউক্রেনীয় বাহিনীর নজিরবিহীন হামলা শনিবার পঞ্চম দিনে গড়য়েছে। এরইমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর ২০ কিলোমিটার অগ্রসর হয়েছে বলে জানা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কুরস্কের সড়কে রাশিয়ার অন্তত ১৫টি সামরিক যান ধ্বংস হয়ে পড়ে রয়েছে। সামরিক যানগুলোতে হতাহত রুশ সেনাদেরও দেখা যায়।

এদিকে ইউক্রেনের হামলার মুখে গতকাল ইউক্রেন সীমান্ত লাগোয়া তিনটি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। মস্কো এ হামলাকে ‘সন্ত্রাসবাদবিরোধী অভিযান’ হিসেবে বর্ণনা করছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ