24 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » এক বাইকে সাত জন, পরে গ্রেপ্তার

এক বাইকে সাত জন, পরে গ্রেপ্তার


বিএনএ, বিশ্বডেস্ক : এক বাইকে সাতজনের ভ্রমণ। কেউ বাইকের তেলের ট্যাঙ্কে বসে, কেউ বাইকের পিছনের দিকে ঝুলছেন, এক জনকে আবার সওয়ারিদের ঘাড়ে বসে থাকতেও দেখা গিয়েছে।

চলন্ত গাড়ির বনেটে উঠে কেরামতির ভিডিয়ো প্রকাশ্যে আসার পর পরই সেই উত্তরপ্রদেশেই এ বার বাইক নিয়ে কেরামতির ঘটনা প্রকাশ্যে এল। এ বার ঘটনাস্থল হাপুর।

ভিডিওতে দেখা গেছে, ট্র্যাফিক আইনকে তোয়াক্কা না করে একটি বাইকে এক বা দু’জন নন, সাত জন চড়ে কেরামতি দেখাচ্ছেন। কেউ বাইকের তেলের ট্যাঙ্কে বসে, কেউ বাইকের পিছনের দিকে ঝুলছেন, এক জনকে আবার সওয়ারিদের ঘাড়ে বসে থাকতেও দেখা গিয়েছে।

বাইকের সওয়ারিদের মধ্যে আবার কয়েক জন নাবালকও ছিল। ওই অবস্থাতেই ব্যস্ত রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। সেই ঘটনার আবার রিলও বানানো হচ্ছিল। কাঠিখেড়ার কাছে জাতীয় সড়কে এই দৃশ্য ধরা পড়েছে। এক গাড়িচালক সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন।

ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। তার পরই সেই ক্লিপ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই-ই নয়, জরিমানা করা হয়েছে ২২ হাজার টাকাও। (আনন্দবাজার)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ