39 C
আবহাওয়া
৪:২৭ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ন্যাটো পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে : রাশিয়া

ন্যাটো পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে : রাশিয়া

ন্যাটো পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে : রাশিয়া

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ন্যাটো সামরিক জোটের পরমাণু শক্তির অধিকারী নয় এমন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে যা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটির লঙ্ঘন এবং এর মাধ্যমে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তোলা হচ্ছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়  এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি জাতিসংঘের উদ্যোগে পরমাণু নিরস্ত্রীকরণ পর্যালোচনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদল মূলত এই বার্তা তুলে ধরেছে।

মার্কিন বিমান বাহিনী বর্তমানে ইতালি, জার্মানি, তুরস্ক, বেলজিয়াম এবং নেদারল্যান্ডের ন্যাটো ঘাঁটিতে ১৫০টি পরমাণু বোমা মোতায়েন করে রেখেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক ইগর ভিশনেভেটস্কি বলেন, ন্যাটো জোট প্রকাশ্যে নিজেকে একটি পরমাণু জোট বলে ঘোষণা দিয়েছে। জোটের প্রধান সদস্য আমেরিকা পরমাণু অস্ত্র নেই এমন দেশগুলোতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ