বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন সিনেটে এক ট্রিলিয়ন ডলার মূল্যের একটি অবকাঠামো বিনিয়োগ বিল পাস হয়েছে। বিলটি পরে প্রতিনিধি পরিষদে পাঠানো হয়। ৬৯-৩০ ভোটে বিলটি পাস করে সিনেট।
যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রকল্পে অর্থ সরবরাহ, রাস্তা ও সেতুসহ পরিবহন অবকাঠামো নির্মাণ এবং পানি সরবরাহ, বিদ্যু ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্পূর্ণ করে আগামি পাঁচ বছরে নতুন করে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ানোসহ নানা বিষয় বিলে অন্তর্ভুক্ত করা হয়।
কয়েক মাস আলোচনার পর জুন মাসের শেষ দিকে হোয়াইট হাউস এবং সিনেট প্রতিনিধিদের মধ্যে এক ট্রিলিয়ন ডলার মূল্যের এই বিলের ব্যাপারে একটি প্রাথমিক চুক্তি হয়। চলতি মাসের শুরুতে বিলের বিস্তারিত বিষয় নিয়ে একমত হয় দুপক্ষ।
মার্কিন কংগ্রেসের বাজেট অফিসের অনুমান অনুযায়ী, বিলটি পাস হলে আগামি ১০ বছরে ফেডারেল বাজেট ঘাটতি আরও ২৫৬ বিলিয়ন ডলার বেশি হবে। তাদের জুলাই মাসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহামারি প্রতিরোধে ২০২১ অর্থ বছরে মার্কিন অর্থনীতির ঘাটতি দাঁড়াবে তিন ট্রিলিয়ন ডলার, তা ১৯৪৫ সালের পর সর্বোচ্চ।
বিএনএনিউজ/এইচ.এম।