27 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জুলাই মাসে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব

জুলাই মাসে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব

জুলাই মাসে 'প্লেয়ার অব দ্য মান্থ' সাকিব

বিএনএ, স্পোর্টস ডেস্ক : আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন সাকিব আল হাসান। শন মার্শ আর জুনিয়র ওয়ালশকে পেছনে ফেলেছেন সাকিব। একই সঙ্গে অজিদের বিপক্ষে সিরিজ সেরা সাকিব আবারো টি টোয়েন্টি র্যা ঙ্কিংয়ের শীর্ষে স্থান করে নিয়েছেন।

বুধবার (১১ আগস্ট) জুলাই মাসের সেরা খেলোয়াড় তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ঘোষণা করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণেই দুর্দান্ত ছিলেন সাকিব। একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলেছিল বাংলাদেশ। একটি টি-টুয়েন্টি ছাড়া সবকটিতেই জিতে ফেরে টাইগাররা। সাকিব ওই সফরে একমাত্র টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট, ওয়ানডেতে এক ম্যাচে ৫ উইকেটসহ মোট ৮টি উইকেট পান। এছাড়া একটি ওয়ানডেতে রয়েছে ৯৬ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ক্রিকেটারদের উৎসাহ যোগাতে নতুন পুল তৈরি করে। যেখানে তিন জন মনোনয়নকৃত খেলোয়াড়ের একজন আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় মাসের সেরা খেলোয়াড় স্বীকৃতি পেয়ে থাকেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ