বিএনএ ঢাকা:করোনা সংক্রমণ প্রতিরোধে প্রায় এক মাসের বিধিনিষেধের পর থেকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে দেশ।বুধবার(১১ আগস্ট) সূর্যের আলো ফোটার আগেই মহাসড়কে দাপিয়ে বেড়াবে বিভিন্ন যানবাহন। বাড়তি ভাড়া ছাড়াই আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে চলছে সব গণপরিবহন।রাজধানীর বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। অর্ধেক আসন নয়, স্বাস্থ্যবিধি মেনে সব আসনেই যাত্রী পরিবহন করা হচ্ছে।তবে গণপরিবহনে কোন যাত্রী দাঁড়িয়ে যাতায়াত করতে পারবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সেইসঙ্গে অনেক দিন পর বাস টার্মিনালগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।যাত্রী বোঝাই করে কমলাপুর রেল স্টেশন ট্রেন ও সদরঘাট থেকে গন্তব্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ।
শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সকাল থেকে খুলেছে অফিস- আদালত, শপিংমল, মার্কেট ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ।স্তব্ধ নগরীর কোলজুড়ে কোলাহল করছে লাখো কর্মজীবী মানুষ। আর এভাবেই স্বাভাবিক হয়েছে দেশের কোটি মানুষের জীবন-জীবিকা।
এদিকে, লকডাউন খোলার আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) সারাদেশে করোনায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে।আরও ১১ হাজারেরও বেশি মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ জারি করে সরকার। তবে ঈদুল আযহা উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ কার্যকর করে সরকার। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।
বিএনএনিউজ/আরকেসি