বিএনএ, ঢাকা : সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দেশের সব কাস্টম হাউজ দিয়ে আমদানি ও রপ্তানিবিষয়ক সব কার্যক্রম চালু থাকবে।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্কনীতি শাখা থেকে চট্টগ্রাম কাস্টম হাউজ, ঢাকা কাস্টম হাউজ, বেনাপোল কাস্টম হাউজ, আইসিডি কাস্টম হাউজ, মোংলা ও পানগাঁও কাস্টম হাউজকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ধীরগতির কারণে গত কয়েকদিন দেশের আমদানি-রপ্তানি পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে আগামী ১১-১২ জুলাই সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিএনএনিউজ/এইচ.এম।