25 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » অতিবৃষ্টিতে রামু সেতুতে ভাঙন, যান চলাচলে ঝুঁকি 

অতিবৃষ্টিতে রামু সেতুতে ভাঙন, যান চলাচলে ঝুঁকি 


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রামুতে নির্মাণের কয়েক বছরেই ভাঙনের মুখে পড়েছে রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতু। বৃহস্পতিবার (১১ জুলাই) ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির গতি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাশের মাটি সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে সেতুটি ।

জানা গেছে, রাজারকুল- মনিরঝিল দু’গ্রামের হাজারো মানুষ চলাচলের একমাত্র সেতু এটি। হঠাৎ ভারি বৃষ্টিতে সেতুটি ভাঙনের কবলে পড়লে আতংকে রয়েছেন পথচারী ও যানবাহন চালকেরা। চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আগে দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা খোরশেদ হেলালী বলেন, বড় ধরনের ক্ষতি হওয়ার আগে সেতুটি সংস্কারের  উদ্যোগ না নিলে চরম বিপর্যয়ে পড়তে পারে দুই গ্রামের হাজারো মানুষ।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, সেতুটি নির্মাণ হয়েছে খুব বেশি সময় হয়নি। নির্মাণের মাত্র কয়েক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুটি ভাঙনের কবলে পড়লো। সংশ্লিষ্ট ঠিকাদারের দায়সারা কাজের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষের। এই মুহুর্তে সেতুটি ভাঙনের কবল হতে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, সেতু ভাঙনের বিষয়টি অবগত হয়েছি। জরুরী ভিত্তিতে সেতু সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন , ওজি

/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ