24 C
আবহাওয়া
৩:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ৪শ বছর পরও অক্ষত স্বর্ণখচিত কোরআন

৪শ বছর পরও অক্ষত স্বর্ণখচিত কোরআন

স্বর্ণখচিত কোরআন

বিশ্ব ডেস্ক:  যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত চ্যাথাম নামক   প্রাচীণ লাইব্রেরিটি পাণ্ডুলিপির জন্য সারা বিশ্বে পরিচিত। এই লাইব্রেরিতে রয়েছে পবিত্র কোরআনের স্বর্ণখচিত একটি পুরনো কপি, যা ১৬১০ সাল থেকে এখনো পর্যন্ত এখানে অক্ষত রয়েছে।

৪শ বছর পরও পবিত্র কোরআনের স্বর্ণখচিত মাঝারি আকারের একটি কপি এই লাইব্রেরির বিশেষ আকর্ষণ। লাইব্রেরির দর্শনার্থী সেবার প্রধান সমন্বয়ক সিয়ান লুইস ম্যাসন জানান, এর প্রথম পৃষ্ঠায় ল্যাটিন অক্ষরে ১৭৪৭ সাল লেখা রয়েছে। কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হয়তো এই তারিখে তা সংগ্রহ করেছে। ভেতরের সোনালি রং এখনো ঝকঝকে।

সাধারণত সময়ের আবর্তনে সোনার আবরণ কালো বা লাল হয়ে যায়। কিন্তু এর প্রলেপে থাকা সোনালি রং এখনো অক্ষত রয়েছে। এর ভেতরের সব কিছু সুন্দর হস্তাক্ষরে লেখা হয়েছে। সংগৃহীত।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ