24 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোণায় ইট বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু

নেত্রকোণায় ইট বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু

নেত্রকোণায় ইট বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু

বিএনএ, নেত্রকোণা: নেত্রকোণার বারহাট্টায় ইটবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। নেত্রকোণা-ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলার উত্তর-নিশ্চিন্তপুর এলাকায় মঙ্গলবার (১১ জুলাই) সকালের দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামের আবু বকরের ছেলে হৃদয় মিয়া (২২) ও রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নেত্রকোণা থেকে প্রায় ছয় হাজার ইট নিয়ে একটি হেভিলোড ট্রাক কলমাকান্দার দিকে যাচ্ছিল। উত্তর নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছানোর পর অন্য একটি ট্রাককে ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইট বোঝাই ট্রাকটি কাত হয়ে সড়কের ডানপাশে একটি খাদে উল্টে পড়ে। নিহত দুই শ্রমিক ট্রাকের ইটের উপর ত্রিপল বিছিয়ে ঘুমাচ্ছিলেন। তারা ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি খোকন কুমার সাহা বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল,বিএম

Loading


শিরোনাম বিএনএ