18 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মগবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১

মগবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১


বিএনএ, ঢাকা : রাজধানীর মগবাজারের দিলু রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মো. জাকির হোসেন (৫৫) নামে এক সিকিউরিটি গার্ড আহত হয়েছে। সোমবার (১০ জুলাই) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারের ওপর থেকে দুটি ককটেল ফেলা হয়। একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস বলেন, মগবাজার দিলু রোডের মুখে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরও একটি ককটেল ছিল তবে তা বিস্ফোরিত হয়নি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ