22 C
আবহাওয়া
৯:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাই ট্র্যাজেডির ১১ বছর আজ

মিরসরাই ট্র্যাজেডির ১১ বছর আজ

মিরসরাই ট্র্যাজেডির ১১ বছর আজ

বিএনএ, চট্টগ্রাম : ২০১১ সালের ১১ জুলাই এই দিনে বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় একটি মিনি ট্রাক উল্টে ৪০ জন স্কুলছাত্রসহ ৪৫ জনের মৃত্যু হয়। মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা হয় ।

বেদনাবিধূর এই দিনটিতে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শোক র‌্যালি ও স্মরণসভা আয়োজন করা হয়েছে। এ ছাড়া স্কুল প্রাঙ্গণে ‘আবেগ’ ও দুর্ঘটনাস্থলে ‘অন্তিম’ স্মৃতির বেদিতে ফুল দেবে নিহতদের স্মরণ করবেন স্বজন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার জানান, বিজয় মিছিল নিয়ে মিনি ট্রাকে চড়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করে বিদ্যালয়ের ৩১ জন ছাত্র। এ ক্ষত আমরা আজও বয়ে বেড়াচ্ছি।

উল্লেখ্য, সেদিন মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নিয়েছিল মায়ানী ইউনিয়নের আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঘাদিয়া ইউনিয়নের আঞ্জুমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ