বিএনএ ডেস্ক: পরিচ্ছন্নতা কর্মী, কাউন্সিলর ও নগরবাসীর সহযোগিতায় ১২ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর সিটির কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। এমন দাবি করেছেন মেয়র আতিকুর ইসলাম।
সোমবার (১১ জুলাই) ডিএনসিসি ভবনে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণার ব্রিফিংয়ে এ দাবি করেন মেয়র। তিনি বলেন, চেষ্টা করলে ফল আসে তা আবারও প্রমাণ করেছে উত্তর সিটি। গতকাল রাত ১০ টার মধ্যে বর্জ্য অপসারণ করা গেছে। জানান, নির্ধারিত সময়ের মধ্যে ১৯ হাজার ২২৩ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
আজকের মধ্যে সকলকে কোরবানির কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আজ যারা কোরবানি দিচ্ছেন তাদের বর্জ্যও অপসারণে কাজ অব্যাহত আছে। বর্জ্য সময়মত না সরাতে পারলে নগরবাসীর ভোগান্তি বাড়বে।
রাস্তার মধ্যে কোরবানি না দেয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, এলাকাভিত্তিক জায়গা নির্ধারণ করে কোরবানি দিলে ব্যবস্থাপণা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। ৭নং ওয়ার্ডে ৭টি প্যান্ডেল করে ৬ হাজার গরু কোরবানি দিয়ে উদাহরণ তৈরি করেছে। এলাকাবাসী বাসার সামনের রাস্তায় কোরবানি না করে এসব প্যান্ডেলে পশু জবাই করে সহায়তা করেছে।
মেয়র আতিক জানান, প্রধানমন্ত্রী নির্দেশনায় গাবতলী পশুর হাটের পাশে আধুনিক জবাইখানা করা হবে।
বিএনএ/ এ আর