বিএনএ,ডেস্ক : মায়ের সঙ্গে শুয়ে পরম মমতায় বুকের দুধ পান করছিল আট মাস বয়সের শিশু ডেভিড চাকমা। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত কেড়ে নিলো শিশুটির প্রাণ। আহত হলেন মা মিতালি ত্রিপুরাও।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে রাঙ্গামাটির লংগদু উপজেলার বামে আটারকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডেভিড চাকমার স্বজনরা জানান, বিকেল ৪টা থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মিতালি ত্রিপুরা শিশু সন্তানকে নিয়ে ঘরের বারান্দায় শুয়ে দুধপান করাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ করে বজ্রপাত হলে মিতালি ত্রিপুরা ও শিশু ডেভিড চাকমা মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর মা মিতালি ত্রিপুরার জ্ঞান ফিরলেও শিশু ডেভিড আর জেগে ওঠেনি।
আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মায়ের কোলে বজ্রপাতে শিশুর মৃত্যু হলো।
বিএনএ/ ওজি