বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রকিব উদ্দিন (৩৫) নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) ছাত্রীর মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক।
আটক রকিব উদ্দিন (৩৫) একই স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষক। তিনি নগরীর বাকলিয়ার রাহাত্তারপুল এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর মায়ের অভিযোগ, ২০২৩ সাল থেকে তার মেয়ের ওপর স্কুলে যৌন নিপীড়ন চলছিল। সর্বশেষ গত রোববার টিফিনের সময় সে যৌন নিপীড়নের শিকার হয় বলে জানিয়েছে। আমার মেয়ে প্রতিদিনের রোববার সকাল ৮টায় পাথরঘাটা সেন্ট স্কলাস্টিকাস্ বালিকা বিদ্যালয়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটের সময় স্কুলের টিফিন বিরতি দেয়। তখন আমার মেয়ে বাথরুমে যাওয়ার সময় মো. রকিব উদ্দিন ও সুরজিত পাল আমার মেয়েকে কৌশলে বিদ্যালয়ের ৬ষ্ঠ তলার বাথরুমের পাশে নিয়ে যায়। তখন তারা আমার মেয়ের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। তাদের আচরণে আমার মেয়ে ভীত হইয়া ডাক-চিৎকার করার চেষ্টা করে। কিন্তু তারা এই ঘটনার বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। পরে কৌশলে ঘটনাস্থল থেকে চলে আসে আমার মেয়ে। সে ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। কিন্তু সেদিন সে ছুটি শেষে বাড়ি ফিরে কান্নাকাটি করে। পরে কান্নার বিষয়ে জানতে চাইলে বিস্তারিত জানায়।
বিএনএনিউজ/এইচ.এম/এইচ মুন্নী