বিএনএ ডেস্ক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ও ট্রেনের ধাক্কায় নারীসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় পিকআপভ্যানের ধাক্কায় আমিনুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় ওই মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল ইসলাম জানান, খবর পেয়ে হানিফ ফ্লাইওভারের ঢালে চানখাঁরপুল এলাকায় গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই মোটরসাইকেল চালক ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে পিকআপভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় পিকআপভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে সীমান্ত জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই। বাবা ব্যবসার কাজে বাসা থেকে বের হয়েছিলেন।নিহত ব্যক্তি বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা গ্রামের আজাদ হোসেনের ছেলে। বর্তমানে রাজধানীর বসিলা এলাকায় থাকতেন।
এদিকে, খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ৩০০ ফিট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ি ধাক্কায় অজ্ঞাত পরিচয় ৫০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হন। পরে খিলক্ষেত থানার উপপরিদর্শক দীন মোহাম্মদ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এলাকার লোকজনের মাধ্যমে জানা যায়, ওই নারী ভবঘুরে হিসেবে থাকতেন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির মাধ্যমে নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে কাওরান বাজার শুটকি পট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে তাকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী আমজাদ হোসেন জানান, নিহত ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল এই সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএ/আজিজুল, ওজি/হাসনা