17 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ নয় বিমান আরোহী নিখোঁজ

মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ নয় বিমান আরোহী নিখোঁজ


বিএনএ, ডেস্ক : আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাসহ আরও নয়  আরোহী বহনকারী বিমান নিখোঁজ হয়েছে। সোমবার (১১জুন)১০টায় সকালে বিমানটি রাডার থেকে এমজুজু বিমানবন্দরে যাওয়ার পথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সূত্র জানায়,  সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর মালাউই প্রতিরক্ষা বাহিনীর বিমানটি রাডারের সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে মালউইয়ের উত্তরাঞ্চলে অবস্থিত এমজুজু বিমানবন্দরে নিখোঁজ হওয়া ওই বিমানটির অবতরণের কথা ছিল। বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই জরুরি ভিত্তিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।সৈন্যরা এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন ।

প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এখনও বিমানটির নিখোঁজ হওয়ার রহস্য খুঁজে পাওয়া যায়নি। মালাউইয়ের তথ্যমন্ত্রী মোসেস কুনকয়ু বলেছেন, বিমানটি খুঁজে বের করার প্রচেষ্টা নিবিড় ভাবে চলছে।

বিএনএনিউজ / রেহানা, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ