20 C
আবহাওয়া
৯:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ফটিকছড়ি সাংবাদিক পরিষদের অভিষেক ২২ জুলাই

ফটিকছড়ি সাংবাদিক পরিষদের অভিষেক ২২ জুলাই


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে কর্মরত ফটিকছড়িবাসী সাংবাদিকদের সংগঠন ফটিকছড়ি সাংবাদিক পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২২ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে।

শনিবার(১০ জুন) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংগঠনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিষেক উপলক্ষ্যে ফটিকছড়ির ইতিহাস, ঐতিহ্য নিয়ে একটি প্রকাশনা প্রকাশের সিদ্ধান্ত হয়।

সংগঠনের সভাপতি মহসীন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক। বক্তব্য রাখেন নির্মল চন্দ্র দাশ, বিপুল বড়ুয়া, আহসান রিটন, ওয়াহিদ জামান, অনুজ দেব বাপু, বাচ্চু বড়ুয়া, আবদুস সাত্তার, শ্যামল নন্দী, সুমন দে প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয় অভিষেক অনুষ্ঠানটি ফটিকছড়ির আলোকিত সন্তানদের মিলন মেলায় পরিণত করা হবে। যেখানে সবাই একযোগে ব্রান্ডিং করবেন নিজের প্রাণের এলাকা ফটিকছড়ির।

সভায় বিশিষ্ট কথাসাহিত্যিক বিপুল বড়ুয়াকে আহবায়ক করে প্রকাশনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আহসান রিটন, অনুজ দেব বাপু, আবদুস সাত্তার, রেজাউল করিম ও আবু মুসা জীবন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ