বিএনএ, বিশ্ব ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ হাজার ৩৯৯ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৮৫২ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯০ হাজার ৬৭৩ জন।
শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৫৬ লাখ ৪ হাজার ৭৫৪ জন। এর মধ্যে মারা গেছেন ৩৭ লাখ ৮৮ হাজার ৩০১ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ২০২ জন।
করোনায় যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে এখনও। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে রয়েছে জার্মানি।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় ৩২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশে এখন পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৯৮৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন।
বিএনএনিউজ/জেবি