বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশানের নর্দা এলাকায় পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের আঘাতেনিহত হয়েছেন নিকিতা আক্তার (৪০) নামের এক নারী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর ভাতিজি জেসমিন আক্তারকে আটক করেছে গুলশান থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে নর্দা কালাচাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিকিতার মরদেহ উদ্ধার করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে নিকিতা আক্তার খুন হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিকিতার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।