16 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে মিলল ৭ সোনার বার

বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে মিলল ৭ সোনার বার

বিমানবন্দর

বিএনএ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে। একটি সিগারেটের প্যাকেট থেকে উদ্ধারকৃত সোনার বারগুলোর ওজন ৮১৬ গ্রাম।

শুক্রবার (১০ মে) রাতে বিমানবন্দরের এক নম্বর কনভেয়ার বেল্ট থেকে এনএসআইয়ের সহযোগিতায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের একটি যৌথ অভিযানে বিমানবন্দরের এক নম্বর কনভেয়ার বেল্টের পাশের রুমের ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়।

পরে প্যাকেটটি বিমানবন্দরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হলে এতে বিশেষ কায়দায় লুকানো সাত পিস সোনার বার পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সোনাগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্স জি-৯-৫২০’এ করে বিমানবন্দরে এসেছে।

তিনি আরও জানান, সোনার বারগুলোর ওজন ৮১৬ গ্রাম। এ বিষয়ে আইনগত কার্যক্রম পরিচালনার প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ