20 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » দিনাজপুরে লরিচাপায় নিহত ২

দিনাজপুরে লরিচাপায় নিহত ২


বিএনএ, দিনাজপুর : দিনাজপুরে ট্যাংকলরির চাপায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর থেকে ফুলবাড়ী মহাসড়কের কাউগা হাটখোলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নৈশ প্রহরী আজাহার আলী (৬০) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজির হোসেনের ছেলে। অপরজন রানা ইসলাম (২৫) সদর উপজেলার কাউগাঁও হাটখোলা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালী থানার ওসি ফরিদ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সোয়া ৫টায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী তেলবাহী একটি ট্যাংকলরি কাউগাঁও মোড়ে আব্দুস সোবহানের মুদিখানা ও ব্রয়লার মুরগীর দোকানে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে বাজারের নৈশপ্রহরী আজাহার আলী ও চা পান করতে আসা ফল দোকানের কর্মচারী রানা গুরুতর আহত হন। কিছুক্ষণের মধ্যে নৈশপ্রহরী আজাহার আলী মারা যান। আহত অবস্থায় ফল দোকানের কর্মচারী রানাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে কোতোয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কোতোয়ালী থানার ওসি ফরিদ হোসেন জানান, এই ঘটনায় ট্যাংকলরির চালক কুষ্টিয়ার রাহিনী বটতলার বাসিন্দা রাজু খন্দকার ও সহকারী একই এলাকার সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। চালকের ঘুম ঘুম ভাব থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ