বিএনএ, চট্টগ্রাম: কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে বিজয় (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
আহত বিজয় বোয়ালখালী উপজেলার শ্রীপুর এলাকার মুন্নার ছেলে। তিনি মিনি ট্রাকের হেলপার।
জানা যায়, মালামাল নিয়ে নগর থেকে সেতু পার হয়ে আসা ট্রাকে বস্তার ওপর বসা ছিল বিজয়। সেতুর পূর্বপ্রান্তে উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে তিনি ট্রাক থেকে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন ট্রাকচালক মো. জাবেদ।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, আহত কিশোরকে মাথায় সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ মার্চ সকাল ৮টার দিকে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তের উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত হন শেখ সাদি (১৮) নামের এক যাত্রী। তিনি টেম্পুর পেছনে দাঁড়িয়ে নগরের নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। গত ১৬ মার্চেও সন্ধ্যা ৭টার দিকে ওই একই প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে পিকআপের শিশুসহ তিন যাত্রী আহত হয়েছিলেন।
বিএনএনিউজ/বাবর মুনাফ