27 C
আবহাওয়া
১:০৭ অপরাহ্ণ - মে ১১, ২০২৪
Bnanews24.com
Home » চবিতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

চবিতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

চবিতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদসংলগ্ন কলোনি থেকে প্রায় ১২ ফুট লম্বা ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন নির্জন পাহাড়ে সাপটিকে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (৯ মে) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের গবেষক রফিক ইসলাম সাপটিকে উদ্ধার করেন।

রফিক ইসলাম বলেন, কলোনির বাসিন্দারা আমাদের খবর দিলে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। এটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল। উদ্ধারের পর সাপটিকে নির্জন আরেকটি পাহাড়ে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাপটি বার্মিজ পাইথন। এটি প্রায় ১২ ফুট লম্বা, ওজন ২০ কেজির বেশি হবে। অজগর সাপ অবিষধর সাপ। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ