17 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সরকারি কর্মচারিদের বেতন বাড়ানোর ঘোষণা এরদোগানের

সরকারি কর্মচারিদের বেতন বাড়ানোর ঘোষণা এরদোগানের


বিএনএ, বিশ্বডেস্ক : সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন শতকরা ৪৫ ভাগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার আগ মুহূর্তে এরদোগান রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারিদের বড় রকমের বেতন বাড়ানোর উদ্যোগ নিলেন।

তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোগান বেতন বাড়ানোর ঘোষণা দেন।

এরদোগান তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আশা করছেন। এজন্য তিনি এবারও নির্বাচনের একজন প্রার্থী। এরদোগানের বেতন বাড়ানোর এই ঘোষণা তুরস্কের প্রায় সাত লাখ ভোটারের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

এরদোগান বলেন, আমরা শতকরা ৪৫ ভাগ বেতন বাড়াচ্ছি যার মধ্যে ওয়েলফেয়ার শেয়ারও থাকবে। এতে দেশের সরকারি কর্মচারিদের সর্বনিম্ন বেতন হবে ১৫ হাজার তুর্কি লিরা বা ৭৭০ মার্কিন ডলার।

মুদ্রাস্ফীতির কারণে কেউ যাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করবে সরকার এমনটাও জানান এরদোগান।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ