বিএনএ, সাভার: ঢাকার সাভারে নিজ বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন। এদের মধ্যে সেলিনা নামে এক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১১ মে) দুপুরের দিকে সাভার মডেল থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনির স্থানীয় দারোগ আলীর বাড়িতে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ দুই নারী হলেন, সেলিনা বেগম (৬৫) ও মিতু আক্তার (৩০)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দারোগ আলীর বাড়িতে ওই দুই নারী দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। আজ দুপুরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ওই বাড়ির ভাড়াটিয়া সেলিনা ও মিতু নামের দুই নারী দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুন্নাহার বলেন, দগ্ধ ওই দুই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এদের মধ্যে সেলিনার শরীরের ৭৫ শতাংশ ও মিতুর ৩০ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে সেলিনার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বিএনএ/ইমরান, এমএফ