19 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঈদের ছুটি বৃহস্পতিবার থেকে

ঈদের ছুটি বৃহস্পতিবার থেকে

ঈদের ছুটি বৃহস্পতিবার থেকে

বিএনএ, ঢাকা : করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঈদের ছুটি তিন দিন করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। সেই হিসাবে শনিবার (১৫ মে) পর্যন্ত তিন দিন ঈদের ছুটি থাকছে।

মঙ্গলবার (১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ চলছে। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করবেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ