20 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ‘আমার মাকেও এরা ছাড়ল না’

‘আমার মাকেও এরা ছাড়ল না’

ভাবনা

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তারকারা হরহামেশাই সাইবার বুলিংয়ের শিকার হয়ে থাকেন। তারকাদের পোস্ট মানেই কমেন্টে ঝড়। সেখানে প্রশংসা যেমন থাকে তেমনি অনেকে আবার ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে সাইবার বুলিংও করে থাকেন। যা অনেকটা নিরবেই সয়ে যান তারকারা। তবে মাকে নিয়ে বাজে মন্তব্য করায় ধৈর্যের বাঁধ ভেঙেছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার।

গত (৯ মে) মা দিবস উপলক্ষে ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ভাবনা। ছবিতে ভাবনার সঙ্গে তার ছোট বোন অদিতি হাবিব অনন্যাও ছিলেন। এরপর ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ভাবনা। ভিডিওতে দেখা যায়, মা দিবসে মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে কেক কেটে খাওয়াচ্ছেন ভাবনা ও তার বোন।

ভিডিওতে মাকে নিয়ে আবেগঘন বার্তা লেখেন এ অভিনেত্রী। কিন্তু সেই ভিডিওর নিচে আসতে থাকে একের পর এক বাজে মন্তব্য। অনেকে উগ্র ধর্মীয় মন্তব্যও করেন ভাবনা ও তার মাকে নিয়ে। এই ঘটনায় ভীষণ মর্মাহত ভাবনা।

ভাবনা বলেন, কালকে মা দিবস ছিল, তাই মাকে নিয়ে আমরা দুই বোন ছবি পোস্ট করেছি। তারপর যা হলো, আমার মাকেও এরা ছাড়ল না। মানুষ কারো মাকে নিয়ে এমন নোংরামি করতে পারে? সবাই এখন বলবেন এসব পাত্তা দিও না। আমি একমুহূর্তের জন্যও এসব পাত্তা দিই না। কারণ আমাকে প্রতিদিন গালি খেতে হয় আমি জানি। এই ফেসবুক কিছু জঘন্য মানসিকতার মানুষের আস্তানা হয়ে যাচ্ছে। আর আমরা চুপ আছি। সাইবার ক্রাইম কেন দু-একটাকে শাস্তি দেয় না, আমি বুঝি না।

ফেসবুকের আরেকটি পোস্টে ভাবনা বলেন, আমার হাতা কাটা ব্লাউজ নিয়ে তাদের কথা। আমার মা কেন টিপ পরল, আমার মা হিন্দু, আমার মা হিন্দু হোক, আর মুসলিম হোক তবে সে মানুষ। আমার মার ওড়না দেখা যাচ্ছে না কেন? এরাই ধর্ষক। এরা অভিনেতা চঞ্চল চৌধুরীর মাকে নিয়ে বাজে মন্তব্য করে।

ভাবনা বলেন, একটা জিনিস আজকে পরিষ্কার হলাম। আমাকে নিয়ে আমার কলিগরা কোনোদিন কোনো প্রতিবাদ করেননি। আমাকে প্রতিবার সোশাল মিডিয়ায় যখন হেয় করা হয় তারা চুপ থেকেছেন। আজকে ভালো লাগছে যে, চঞ্চল ভাইয়ের জন্য হলেও তারা প্রতিবাদ করছে। কারণ প্রতিবাদ করাটা জরুরি। শিল্পীরা ইগনোর করে না, বয়কট করে না, তারা প্রতিবাদ করতে জানে। আমাদের মাদেরকেও যারা বাজে বলতে ছাড়ে না তাদের শাস্তি দেওয়া হোক। সাইবার ক্রাইম প্লিজ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ