বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্রসৈকতে অভিযান চালিয়ে ১ কেজির বেশি ওজনের ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া ন্যাচার পার্ক পয়েন্টে অভিযান চালায় বিজিবি। মিয়ানমার থেকে আসা হস্তচালিত একটি নৌকায় দুই ব্যক্তিকে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করতে দেখলে তাদের থামার নির্দেশ দেয় বিজিবি। তখন ওই দুই ব্যক্তি নৌকা থেকে লাফ দিয়ে মিয়ানমারের সীমানায় পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশি করে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ও ২০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া যায়।
উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বিএনএ/ফরিদুল, এমএফ