29 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - জুন ৩০, ২০২৪
Bnanews24.com
Home » রামুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোচালকের   

রামুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোচালকের   

রাউজানে জিপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রামুর পানিরছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ হাসান (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে আরও তিন যাত্রী (টমটম) আহত হয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া জেটির রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ হাসান পানির ছড়া মুরা পাড়া গ্রামের তৈয়ম গোলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেজবাহ উদ্দিন।

স্থানীয়দের বরাতে মেজবাহ উদ্দিন জানান , টেকনাফ থেকে ছেড়ে আসা মাছ বোঝাই মিনি-পিকআপ পানিরছড়া জেটির রাস্তা মাথায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা ( টম টম)। পরে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুত্বর আহত ফয়সাল নামে একজনকে উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাইওয়ে থানার ইনচার্জ মেজবাহ উদ্দিন আরো বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ