30 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ‘শাহজালালে দুটি বোয়িংয়ে সংঘর্ষ, নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে’

‘শাহজালালে দুটি বোয়িংয়ে সংঘর্ষ, নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে’

'শাহজালালে দুটি বোয়িংয়ে সংঘর্ষ, নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে'

 

বিএনএ, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হ্যাঙ্গারে বাংলাদেশ বিমানের দুটি বোয়িংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’টি এয়ারক্র্যাফটই ক্ষতিগ্রস্থ হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) হ্যাঙ্গারে বাংলাদেশ বিমানের বোয়িং-৭৭৭ আগে থেকে দাঁড় করানো ছিল। এ সময় মেরামত করা বোয়িং-৭৩৭ এর ইঞ্জিন স্টার্ট দিয়ে পেছনের দিক দিয়ে হ্যাঙ্গারে ঢোকানোর সময় ভেতরে থাকা বোয়িং-৭৭৭ এর সামনের অংশে আঘাত লাগে। এতে আঘাত করা এয়ারক্র্যাফট বোয়িং-৭৩৭ এর পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি জানান, সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান বিমান প্রতিমন্ত্রী।

সূত্র জানায়, মেরামত করা বোয়িং-৭৩৭টি হ্যাঙ্গারে ঢোকানোর সময় সেখানে কমপক্ষে চারজন প্রকৌশলী উপস্থিত থাকার কথা, কিন্তু দুর্ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন মাত্র দুজন।

বিমান বাংলাদেশের বহরে বর্তমানে উড়োজাহাজের সংখ্যা ২১টি।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ