22 C
আবহাওয়া
৩:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » জাবি ক্যাফেটেরিয়ায় চালু হচ্ছে ইফতার বিক্রি

জাবি ক্যাফেটেরিয়ায় চালু হচ্ছে ইফতার বিক্রি


বিএনএ, জাবি: শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় চালু হচ্ছে ইফতার সামগ্রী বিক্রি। সোমবার (১১ এপ্রিল) থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির।

ইফতারের মেন্যুতে ছোলা, পেয়াজু, বেগুনি, চপ, জিলাপি, মুড়ি ইত্যাদি থাকবে। প্রয়োজন বিবেচনা করে পরবর্তীতে মেন্যুতে নতুন আইটেম যোগ করা হবে। যেহেতু প্রথমবারের মত আয়োজন করা হয়েছে, তাই ভোক্তাদের চাহিদা সম্পর্কে অবগত নন ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ। তাই ট্রায়াল-বেসিসে এক-দুই দিন অতিবাহিত হলেই ভোক্তা-চাহিদা বোঝা যাবে বলেও জানান তারা।

এ ব্যাপারে অধ্যাপক আলমগীর কবির বলেন, “গত পঞ্চাশ বছরের ইতিহাসে ক্যাফেটেরিয়ায় ইফতার সামগ্রী বিক্রির আয়োজন হয়নি। সাধারণত রমজান মাসজুড়ে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাফেটেরিয়াও বন্ধ থাকে।

প্রথমত আমরা ভেবেছিলাম ৮/১০ রোজার পর হয়তো ক্যাম্পাস বন্ধ হয়ে যাবে তাই ক্যাফেটেরিয়া বন্ধ রেখেছিলাম। কিন্তু ২৪ এপ্রিল পর্যন্ত খোলা থাকার সিদ্ধান্ত গৃহীত হবার পর, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় উপাচার্য মহোদয়ের নির্দেশে আমরা ক্যাফেটেরিয়া খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

ক্যাফেটেরিয়ার কর্মকর্তা-কর্মচারীদের আপত্তি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে এই ইফতার সার্ভিস অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে। তারাও সারাদিন রোজা রেখে শিক্ষার্থীদের সেবায় কাজ করবেন। সেক্ষেত্রে যেকোন ধরণের ত্রুটি-বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।

বিএনএ/শাকিল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর