বিএনএ, বিনোদন ডেস্ক:‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন। তবে ভক্তরা এখন তাকে ডাকছেন ‘আইকন স্টার’।
তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। আগামী ১৩ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে। কিন্তু ভারতে দ্বিতীয় দফায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এই সিনেমা মুক্তির তারিখ নাকি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
টলিউড ডটনেট জানিয়েছে, মুক্তির তারিখ পিছিয়ে আগামী ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে খুব শিগগির নির্মাতারা এ বিষয়ে ঘোষণা দেবেন।
‘পুষ্পা’ সিনেমাটি পরিচালনা করছেন সুকুমার। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। সম্প্রতি আল্লুর জন্মদিন উপলক্ষে এর টিজার প্রকাশ করা হয়। ভক্তদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। মাত্র তিন দিনেই ইউটিউবে ১ মিলিয়নবার দেখা হয়েছে এটি।
টিজারে আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা গেছে। দুর্দান্ত অ্যাকশন দৃশ্য সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে। এতে রাশমিকা মান্দানাকেও এক ঝলক দেখা গেছে। ট্র্যাডিশনাল লুকে ছিলেন তিনি। আল্লু-রাশমিকা ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।