15 C
আবহাওয়া
৫:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ


বিএনএ, ঢাকা :করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এ সময়ে এক সপ্তাহের জন্য সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান।

তিনি বলেন, ‘লকডাউনের কারণে সব ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট এক সপ্তাহ (১৪ থেকে ২০ এপ্রিল) বন্ধ থাকবে। তবে কার্গো প্লেন চালু থাকবে। বিশেষ বিবেচনায় কোনো বিশেষ ফ্লাইট থাকলে সেটা পরিচালনা করা হবে।’

প্রসঙ্গত, দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়লে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ আছে।

Loading


শিরোনাম বিএনএ