বিএনএ, গাজীপুর: কথিত শিশু রফিকুল ইসলাম মাদানি বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে। রোববার(১১ এপ্রিল) সকালে গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল আইনে এ মামলা করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি রফিকুল ইসলাম মাদানি গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ‘মারকাজুল নূর আল ইসলামিয়া মাদ্রাসায়’ বসে দেশদ্রোহী ও নাশকতার কার্যকলাপ চালান।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে বাসন থানায় ডিজিটাল আইনে রবিবার একটি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৭ এপ্রিল) ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করে র্যাব। পরদিন বৃহস্পতিবার র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
বিএনএ/ওজি
Total Viewed and Shared : 14