27 C
আবহাওয়া
১:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নতুন মিশনে সাকিব

নতুন মিশনে সাকিব

দেশের খেলা বাদ দিয়ে আইপিএলে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক: করোনার প্রকোপের মধ্যেই শুরু হচ্ছে আইপিএলের ১৪তম আসর। রোববার রাতে উদ্বোধনী ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার ছিল না। ত্রয়োদশ আসর নিয়ে তাই দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহে কিছুটা ভাটা পড়ে। তবে চতুর্দশ আসর নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে তুমুল আগ্রহ। সাকিব আল হাসান ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সে। অবশেষে আবারো পার্পল-গোল্ড জার্সিতে মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে।

গত আইপিএল সংযুক্ত আরব আমিরাতে হলেও এবারের আয়োজন ভারতেই। বেশ কিছু বাধ্যবাধকতার নিয়ম অবশ্য করেছে আইপিএল কর্তৃপক্ষ। যথারীতি মাঠে দর্শক প্রবেশ করতে পারবে না। আগের মতো সারা দেশ ছড়িয়ে ছিটিয়ে নয়, খেলা হবে মাত্র ছয়টি শহরে। খেলোয়াড় ও সংশ্লিষ্টদের ভ্রমণ কমাতে এবং জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। আগে যেমন কোনো দল নিজের শহরে এবং অন্য শহরে ম্যাচ খেলতো, অ্যাওয়ে ম্যাচ খেলার সুযোগ পেতো এবার তা হচ্ছে না। ছয় ভেন্যুর প্রতিটিতে সব দলকে একাত্রিত করে টানা ম্যাচ আয়োজন করা হবে। ভেন্যু ছয়টি হলো- বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই, দিল্লি ও কলকাতা।

এদিকে নিজের পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার। গেল আসরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া সুনীল নারাইনের জায়গায় একাদশে জায়গা হতে পারে সাকিবের-এমন খবর ভারতের গণমাধ্যমে। চেন্নাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

সাকিব নাইটদের জন্য লাকি চার্ম। যে দু’বার শিরোপা জিতেছে কেকেআর, দলে ছিলেন মিস্টার সেভেনটি ফাইভ। শিরোপা জয়ের পথে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৯ বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্সের পর, সাকিবকে নিয়ে প্রত্যাশার ব্যপ্তিও বেড়েছে।

মৌসুমের প্রথম ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। সাবেক দলের বিপক্ষে মাঠে প্রথম ম্যাচে সাকিব খেলবেন কিনা, এ নিয়ে সবারই আছে ব্যাপক আগ্রহ।

উল্লেখ্য, গতবার বাংলাদেশের কোনো খেলোয়াড় আইপিএল খেলেননি। নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাইরে ছিলেন আইপিএলে পরিচিত বাংলাদেশি সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমানকে কোনো দল কিনেনি। এবার দল পেয়েছেন দুজনেই। সাকিবকে তে বেশ ঢাকঢোল পিটিয়েই কিনেছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজ গেছেন রাজস্থান রয়্যালসের শিবিরে। সাকিব-মোস্তাফিজের উপস্থিতি বাংলাদেশে আইপিএলের আগ্রহ বাড়াবে নিশ্চিতভাবেই।

বিএনএনিউজ২৪/ এমএইচ

 

Loading


শিরোনাম বিএনএ