22 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - মার্চ ১২, ২০২৫
Bnanews24.com
Home » পণ্য খালাস নিশ্চিতে বন্দরে লাইটারেজ জাহাজে অভিযান শুরু

পণ্য খালাস নিশ্চিতে বন্দরে লাইটারেজ জাহাজে অভিযান শুরু

লাইটারেজ জাহাজে

বিএনএ, চট্টগ্রাম: আমদানি করা পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর সীমানায় সাগর ও নদীতে ভাসমান লাইটারেজ জাহাজের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক করতে কোস্টগার্ডের অভিযানে জাহাজগুলোকে তাদের নির্ধারিত গন্তব্যে যেতে বাধ্য করা হচ্ছে।

সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্দেশনা জারি করেছে, আমদানি করা পণ্য বোঝাইয়ের পর লাইটার জাহাজকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করতে হবে। কিন্তু বন্দরের এ নির্দেশনার পরও কর্ণফুলী নদী পেরিয়ে সাগরে বন্দরের বহির্নোঙ্গরে ভাসছে শত, শত লাইটারেজ জাহাজ। আছে বেশকিছু অয়েল ট্যাঙ্কারও। ‘অদৃশ্য কারণে’ নির্ধারিত গন্তব্যে গিয়ে পণ্য খালাস না করে সেগুলো নদী-সাগরেই অবস্থান নিয়ে আছে।

সূত্রমতে, কর্ণফুলী নদীতে ২২টি এবং পতেঙ্গা থেকে কুতুবদিয়া চ্যানেল পর্যন্ত বহির্নোঙ্গরে ৮৭টি কার্গো, কনটেইনার ও বাল্ক জাহাজ ভাসছে। এছাড়া ৩৩টি অয়েল ট্যাঙ্কার অপরিশোধিত তেল নিয়ে সাগরে ভাসছে।

এ অবস্থায় নৌ পরিবহন অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্দেশে সোমবার (১০ মার্চ) থেকে বিশেষ অভিযান শুরু করেছে পূর্বাঞ্চলীয় কোস্টগার্ড।

চট্টগ্রাম বন্দরের নৌ-বিভাগের উপ-সংরক্ষক ক্যাপ্টেন মো. ফরিদুল আলম বলেন, ‘আমাদের ৭২ ঘণ্টার সময়সীমার নির্দেশনার পরও যেসব জাহাজ পণ্য খালাসের জন্য নির্ধারিত গন্তব্যে যাচ্ছে না, সেগুলোর বিরুদ্ধে কোস্টগার্ডকে অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তারা অভিযান শুরু করেছে। আমরা যদি জাহাজগুলোকে গন্তব্যে পাঠাতে পারি, তাহলে রমজানে বাজারে পণ্যের সংকট হবে না।’

অভিযান পরিচালনাকারী কোস্টগার্ডের জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার সালমান সিদ্দিকী বলেন, বিশেষত ভোগ্যপণ্য ও অপরিশোধিত ভোজ্যতেল নিয়ে আসা লাইটার জাহাজ যেন ৭২ ঘণ্টার বেশি বন্দরে না থাকতে পারে, এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি একটি নির্দেশনা দিয়েছে। সেটি নিশ্চিত করার জন্য আমরা যৌথ অভিযান পরিচালনা করছি।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ