24 C
আবহাওয়া
১:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » বিএনপির আন্দোলন দিশা হারিয়েছে : কাদের

বিএনপির আন্দোলন দিশা হারিয়েছে : কাদের


বিএনএ, ময়মনসিংহ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন দিশা হারিয়েছে। আন্দোলনে তারা আর সফল হবে না। বিএনপিকে আর এ দেশের মানুষ চায় না। ধানের শীষ পেটের বিষ। ধানের শিষের আরেক নাম পেটের বিষ। মানুষ এখন বলে সাপের বিষ।’

শনিবার (১১ মার্চ) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘লোকে বলে ময়মনসিংহ আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ। আজ বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখার জন্য বৃহত্তর ময়মনসিংহের অগণিত মানুষ ময়মনসিংহে ছুটে এসেছে। আজ আবারও প্রমাণ হলো, ময়মনসিংহ শেখ হাসিনার দুর্জয় দুর্ভেদ্য ঘাঁটি।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আপনাদের খুশিতে বিএনপি বেজার। বিএনপি খুশি নয়। মানুষ খুশি হলে বিএনপির ভোট কমে যায়। এত দিন দৌড়াতে দৌড়াতে বিএনপি এখন দাঁড়িয়ে গেছে। তারা মানববন্ধন করছে। পথ হারিয়ে তারা এখন দিশেহারা। কোথায় যাবে, ফান্দে পড়িয়া বগা কান্দে।’

কাদের বলেন, ‘হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে ইন্টারনেট। এ সেবা অতীতে ছিল না, দিয়েছেন কে। ঘরে ঘরে এখন মায়েদের মোবাইলে সন্তানদের উপবৃত্তি। নারী জাতিকে সম্মানিত করা হয়েছে।’

তিনি বলেন,‘ অন্তর জালায় বিএনপি মরে। দিনের আরাম, রাতের ঘুম নষ্ট করে। অন্তর জালায় মরে, শেখ হাসিনা এত উন্নয়ন কেরে। কী করে পদ্মাসেতু, মেট্রোরেল করে। শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষের চোখ জুড়ায় কিন্তু বিএনপির জ্বলে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আপনারা ঠিক আছেন? খেলা তাহলে হবে। মৈশের শিং, অনেক শক্তিশালী ময়মনসিং। আন্দোলনে হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতি, অর্থপাচার, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। ময়মনসিংহ প্রস্তুত। শেখ হাসিনার ডাকে খেলা হবে।’

ময়মনসিংহে ১০৩টি প্রকল্প উদ্বোধনের কথা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “৭৩টি প্রকল্প উদ্বোধন, ৩৩টি ভিত্তিপ্রস্তর স্থাপন। এত প্রকল্প ময়মনসিংহের মানুষ দেখেছে কখনো! এরপর আর কোথায় যাবেন। নৌকায় ভোট দিয়েছিলেন বলে আজ এত উন্নয়ন। ময়মনসিংহের ঘরে ঘরে আগে ছিল অন্ধকার। এখন ঘরে ঘরে বিদ্যুতের আলো। ঘরে ঘরে ইন্টারনেট। ইউনিয়নে ডিজিটাল কেন্দ্র। এই সেবা অতীতে কেউ পেয়েছে? অন্তর্জ্বালায় বিএনপির দিনের আরাম, রাতের ঘুম নষ্ট। কী করে পদ্মা সেতু, কী করে মেট্রোরেল হয়ে গেল। কী করে এত উন্নয়ন হয়। জ্বালায় জ্বালায় বিএনপি আজ দিশেহারা। আর মানুষের চোখ শেখ হাসিনার উন্নয়নে।”

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ