20 C
আবহাওয়া
২:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কিয়েভের আরও কাছে রুশ সেনাবহর

কিয়েভের আরও কাছে রুশ সেনাবহর

রুশ

বিএনএ বিশ্ব ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের আরও কাছে পৌঁছেছে রুশ সেনাবহর। ৪০ মাইল দীর্ঘ এ সেনাবহর গত ২৪ ঘণ্টায় কিয়েভের কাছাকাছি তিন মাইলের (পাঁচ কিলোমিটার) মধ্যে চলে এসেছে। জ্যেষ্ঠ এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি।

স্যাটেলাইট থেকে পাঠানো ছবিতে কিয়েভের কাছে একটি রুশ সেনাবহর দেখা যায়। সেখানে কিয়েভের আশেপাশের অঞ্চলে রুশ বাহিনীকে পুনরায় মোতায়েন হতে দেখা গেছে। এটি ইউক্রেনের রাজধানীর দিকে রুশ বাহিনীর নতুন করে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এ কর্মকর্তা আরও জানান, উত্তর-পূর্ব দিক থেকে এগিয়ে আসা রুশ সেনাদের বহর কিয়েভ থেকে দূরে রয়েছে ২৫ মাইল (৪০ কিলোমিটার)। বর্তমানে ইউক্রেনের উত্তারঞ্চলের চেরনিহিভ শহর পুরোপুরি ‘বিচ্ছিন্ন’ অবস্থায় রয়েছে, জানান এ কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের এ প্রতিরক্ষা কর্মকর্তা জানান, রাশিয়ার হামলা শুরুর পর থেকে ৭৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনে।

এর আগে বৃহস্পতিবার কিয়েভের মেয়র বলেছিলেন, কিয়েভ সশস্ত্র নাগরিকদের দ্বারা সুরক্ষিত রয়েছে এবং দুর্গে পরিণত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ